প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাধারণ সম্পাদক কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডিএসসিসির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় লালবাগ-আজিমপুর এলাকার হাসিবুর রহমান মানিকের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি ছাত্রদল কুরুচিপূর্ণ বক্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
কাউন্সিলর মানিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ছাত্রদল সন্ত্রাসীরা যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই বক্তব্য দেওয়ায় আমি ছাত্রদল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সন্ত্রাসীদের ক্ষমা চাইতে হবে দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে।
তিনি আরও বলেন, আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত আছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/