রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ।
রবিবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিৎসকো।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মেয়র ভিটালি ক্লিৎসকো লিখেছেন, ‘রাজধানীর দারনিৎস্কি ও দিনিপ্রোভস্কি এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেবা প্রদানকারী দলগুলো এরই মধ্যে বিস্ফোরণের স্থানগুলোতে কাজ শুরু করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
একজন প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরণের পর শহরে ধোঁয়া দেখা গেছে।
বিস্ফোরণের আগে কিয়েভ অঞ্চলসহ ইউক্রেনের বেশিরভাগ অংশে বিমান হামলার সাইরেন বেজেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর রয়টার্স
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/