ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

আপডেট: June 7, 2022 |

দুর্ঘটনা এবং বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুন) মধ্যরাত থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

যাত্রীরা জানান, টাঙ্গাইল বাইপাস থেকে শল্লা আসতে সময় লেগেছে ৮ ঘণ্টা। যানজটের যে অবস্থা কখন স্বাভাবিক হবে বুঝতে পারছি না। যানজটে চরম ভোগান্তির মধ্যে রয়েছি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, সোমবার মধ্যরাতের দিকে মহাসড়কের ভূঞাপুর লিংকরোড ও বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ে সড়ক দুর্ঘটনা এবং বৃষ্টি থাকায় যানবাহনগুলো স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলাচল করছে। এতে করে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর