হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ মোড় নামকস্থানে বাসচাপায় পথচারী বৃদ্ধা রহিমা খাতুন (৬৫) নিহত হয়েছে। সে ওই এলাকার বাদেশকুশা গ্রামের মৃত মছির উদ্দিনের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত বৃদ্ধা বুধবার দুপুরের দিকে মেয়ের বাড়ি যাওয়ার জন্য উল্লেখিত স্থানে রাস্তা পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলসের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং ওই যাত্রীবাহী বাস আটক করলেও চালক হেলপার পালিয়ে যায়। কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহতের ছেলে রফিকুল ইসলাম জানান, প্রায় ১২ বছর আগে একই স্থানে আমার বড় বোন রমিচা খাতুন ট্রাকচাপায় নিহত হয়। একই স্থানে বাসচাপায় মা নিহত হয়েছে। তবে ওই বাস মালিকের সাথে আপোষ মিমাংশার চেষ্টা চলছে। এজন্য এখনও মামলা দায়ের করা হয়নি বলে উল্লেখ করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/