ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী শুক্রবার (১০ জুন) ও শনিবার (১১জুন) প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটারসংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। ডিপিডিসির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটারসংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।
প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটার ব্যবহারকারীদের সাময়িক এই অসুবিধার জন্য ডিপিডিসির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশের পাশাপাশি এই সময়ের জন্য সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধও করা হয়েছে।
এছারা যেকোনো প্রয়োজনে কল সেন্টারের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিপিডিসি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/