রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব। এমনকি প্রযুক্তিগত দিক থেকেও না। অবন্ধুসুলভ দেশগুলোর নানা ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও তা সম্ভব হবে না। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদকিদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিচ্ছিন্নতার ব্যাপারে কেউ কথা বলছেন না। অবন্ধুসুলভ বা শত্রুতাপূর্ণ দেশগুলো রাশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক অঙ্গন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও এ অঙ্গন থেকে আমাদের বিচ্ছিন্ন করা অসম্ভব।
এক্ষেত্রে তারা সফল হতে পারবে না। কারণ আজকের বিশ্ব ব্যবস্থায় কোন দেশকে বিচ্ছিন্ন করা অসম্ভব, বিশেষ করে রাশিয়ার মতো একটি বিশাল ও শক্তিশালী দেশকে।’
ক্রেমলিন জোর দিয়ে আরও বলেছে, কোনো দেশ নিজেরা নিজেদের বিচ্ছিন্ন করতে চায় না।
খবর তাস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/