জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান। সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় আজ মঙ্গলবার সকালে তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আমিনুল ইসলাম খান স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক ও মো. রুহুল আমিন, উপসচিব ড. বিলকিস বেগম ও মোবাশ্বের হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম খান চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন। ইতোপূর্বে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। -বাসস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/