কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বালুখালী মধুরছড়া এলাকার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাহ (৪২) বালুখালী মধুরছড়া ১৭ নং ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলির খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। আপাতত এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না।
নিহত মোহাম্মদ শাহর স্ত্রী সাজেদা বেগম বলেন, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান। এ সময় হঠাৎ কয়েকজন অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/