মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জুন) এক টুইট বার্তায় নিজেই এই কথা জানান রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে সাক্ষাতের দুটি ছবিও পোস্ট করেন তিনি।
নিজের ওই টুইটবার্তায় শহীদুল ইসলাম লেখেন, হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। জো বাইডেন বলেছেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পৌঁছে দিয়েছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/