কলম্বিয়ার টোলিমায় ষাঁড়ের লড়াইয়ের সময় একটি স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।
সোমবার (২৭ জুন) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো স্থানীয় কর্মকর্তাদের এ ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমি মেয়রদের বলছি, মানুষ বা প্রাণির মৃত্যুর সঙ্গে জড়িত আর কোনো ইভেন্টের অনুমতি না দিতে। এ ধরনের দুর্ঘটনা এই প্রথম নয় বলেও তিনি জানান।
টোলিমার গভর্নর হোসে রিকার্ডো ওরোজকো বলেন, নিহতদের মধ্যে দুই নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/