চট্টগ্রামে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ জুন) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও নতুন পাড়া পাহাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম (৫১) ওই এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।
অভিযানে বাড়ি নির্মাণের সামগ্রী জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেয়া হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অভিযোগ পেয়ে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও পাহাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/