শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মাঝ নদীতে ডুবোচরে আটকে পড়া ‘ফেরি কুঞ্জলতা’ ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমদ।
তিনি বলেন, ‘শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চালু রাখার সিদ্ধান্ত হয়েছিল। সকাল সোয়া ১০টার দিকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ‘ফেরি কুঞ্জলতা’ শরীয়তপুরের জাজিরার পাইনপাড়া অংশের চ্যানেল মুখে ডুবোচরে আটকা পড়ে। পরে ড্রেজিংয়ের মাধ্যমে ৩ ঘণ্টা পর ফেরিটি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘মাঝ পদ্মায় যতদিন নাব্য সংকট দূর না হচ্ছে ততদিন ফেরি চলাচলে বিঘ্ন ঘটবে। তাই নিয়মিত ড্রেজিং করা উচিত।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/