সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে আরিয়ান (৭) নামের হবিবপুর কেশবপুরব ফাযিল মাদ্রাসার শিশু শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আরিয়ান পৌর এলাকার হবিবপুর পশ্চিম পাড়ার শাহিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে বসতবাড়ির সামনে বন্যার পানিতে শিশুটি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার বদরুজ্জামান উজ্জ্বল বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলে মারা যায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/