লালমনিরহাটে একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । গতকাল বুধবার (২৯ জুন) বিকেলে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো ওই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে রাশেদুল ইসলামের মেয়ে আয়শা খাতুন (০২) ও একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে লাবিবা আক্তার (০২)।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু জানান, বাড়ির উঠানে খেলা করছিল শিশু আয়শা ও লাবিবা। এ সময় পাশের পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে যায় তারা। অনেক খোঁজাখোঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/