সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশী গ্রামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো ওই গ্রামের সুমন সেখ (২৫) ও সবুজ হোসেন (২৭)।
তাড়াশ থানার ওসি (তদন্ত) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষিতার স্বামীসহ পরিবারের লোকজন সোমবার স্বপ্নের পদ্মা সেতু দেখতে যায়। এ সুযোগে মঙ্গলবার গভীর রাতে ওই ২ যুবক গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় গ্রামের লোকজন টের পেয়ে ওই ২ যুবককে আটক করে।
পুলিশ গতকাল বুধবার বিকেলের দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/