অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক সচিব মনোয়ার আহমেদ আর নেই। বৃহস্পতিবার (৩০ জুন) ভারতের নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হচ্ছিলো।
বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী জানান, ভারতের সব কার্যক্রম শেষ করেই মনোয়ার আহমেদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
নবাবগঞ্জ উপজেলার আগলায় জন্ম মনোয়ার আহমেদের। তার বাবা পিতা মরহুম বদরুদ্দীন আহমদ ওরফে বদু পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।
এদিকে মনোয়ার আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে ও অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/