ভোলার লালমোহনে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. মোনায়েম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের আজহার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মোনায়েম একই এলাকার সিরাজ মিস্ত্রি বাড়ির প্রবাসী আবু জাহেরের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার নূরানী শাখার ছাত্র।
স্থানীয়রা জানান, মোনায়েম পরিবারের কাউকে কিছু না বলে বাড়ির পাশের একঠি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে বিকেলে মোনায়েমের দেহ পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/