দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, কোন ধর্মই দুর্নীতিকে সমর্থন করে না। যত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে কেউই দুর্নীতিকে সমর্থন দেয় না।
আজ জেলা শহরের চাঁদমারী রোডে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, দুর্নীতিকে দমন ও নিয়ন্ত্রণে সবাই কাজ করে যাচ্ছে। দুর্নীতি থাকলে আমাদের কাঙ্খিত উন্নয়নের সুফল পেতে বিলম্ব হবে।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রতিরোধের কাজটা যদি সঠিকভাবে করতে পারি, তাহলে দমনের কাজটা সহজ হয়ে যাবে। প্রতিরোধ হলো, আমরা দুর্নীতি না করি, দুর্নীতি যেখানে হবে সেখানে বন্ধ করা, প্রতিরোধ শুধু আইন দিয়ে হবে না, এটা ব্যক্তি ও পারিবারিক জীবনেও অনুসরণ করতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমানের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দুদকের পরিচালক আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বক্তব্য রাখেন।-বাসস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/