রাজধানীর উত্তর বাড্ডায় লরিচাপায় ইসরাফিল (২৫) ও ইয়াহিয়া শাজ্জাল (২০) নামের দুই ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার দিনগত রাত সোয়া ১টার দিকে উত্তর বাড্ডা প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, সোমবার দিনগত রাতে উত্তর বাড্ডা প্রগতি সরণি এলাকায় পায়ে চালিত তিন চাকার ভ্যান থেকে ফার্নিচার নামাচ্ছিলেন ওই দুই ভ্যানচালক। এ সময় পেছন দিকে থেকে আসা একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক লরিটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে। এছাড়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/