ভবিষ্যতে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করার জন্য মালিকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (৫ জুলাই) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষর করা এক চিঠিতে জানা গেছে বিষয়টি।
উক্ত চিঠিতে জানানো হয়েছে, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রদানের সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকা নিশ্চিত করার ক্ষেত্রে গত ১৪ জুন এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিআরটিএর সকল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) ও রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/