কয়েক দিনের মধ্যে ভারতে সয়াবিন তেলের দাম আরও কিছুটা কমতে পারে। এমনই পরিকল্পনা নিয়ে আলোচনায় চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ভোজ্য তেলের মূল্য কমানো নিয়ে বুধবার দেশটির খাদ্য মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ভোজ্যতেল সংস্থার প্রতিনিধিরা।
দেশটির খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের মূল্য হ্রাস করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে কয়েক দিনের মধ্যেই তেলের দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এ পদক্ষেপের ফলে ২০ রুপি পর্যন্ত কমতে পারে রান্নার তেলের দাম। সূত্র : হিন্দুস্থান টাইমস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/