খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। শুক্রবার (৮ জুলাই) সকালে নিজ বাসায় মারা যান তিনি। অভিনেত্রী শর্মিলী আহমেদ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার বাদ জুমা রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শর্মিলী আহমেদের বোন গুণী অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘জানাজা শেষে আপার মরদেহ আত্মীয়-স্বজনদের দেখার জন্য বাসায় ঘণ্টা দুয়েক রাখা হবে। এরপর বাদ আসর বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে।’
শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেত্রী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/