রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ওই রোগীর মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত ব্যক্তি উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে কোনো নতুন রোগী ভর্তি হয়নি। তবে একজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন।
এদিকে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়ে। এদিন গড় শনাক্তের হার ছিলো ১৩ দশমিক ৬৯ ভাগ।
রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বর্তমানে রাজশাহীতে ৯৫ জন করোনা শনাক্ত রোগী রয়েছে। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছে ১৫ জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/