সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই আরব নাগরিক।
বুধবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, রাস আল খাইমার এমিরেটস রিং স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভারী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাস আল খাইমা পেট্রোল পুলিশ এবং জাতীয় অ্যাম্বুলেন্স সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এয়ার উইংয়ের একটি হেলিকপ্টারে করে আমিরাতের একটি হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়েছে। আর নিহতদের মরদেহ সড়ক পথে হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/