সৌদি এয়ারলাইন্সে একটি বিমানে চড়ে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে তিনি মালদ্বীপ ছেড়ে যান।
ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গোটাবায়া এখন সিঙ্গাপুরের পথে রয়েছেন। সঙ্গে তার স্ত্রী এবং দু’জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।
মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ বিমান গোটাবায়াকে বহনকারী বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।
এদিকে শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা বলেছেন, তিনি এখনো গোটাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পাননি।
জানা গেছে, নিজের গন্তব্যে এখনো পৌঁছাতে পারেননি তাই এখনো পদত্যাগপত্র জমা দেননি প্রেসিডেন্ট গোটাবায়া। যদিও আজই পদত্যাগপত্র হাতে পেতে পারেন স্পিকার মাহিন্দা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/