মাছুদ পারভেজ,গাজীপুরঃ গাজীপুরে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক, মহাসড়কে। শুক্রবার সকাল থেকেই স্বজন পরিজন নিয়ে দলে দলে নিজ কর্মস্থলে ছুটছেন তারা। মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা থাকলেও নেই তীব্র যানজট। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের।
ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কর্মস্থলে ফেরা মানুষের উপস্থিতি বেড়েছে। সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। তবে মহাসড়কের কোথাও কোন যানজট নেই। অনেকটা নির্বিঘে, স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।
এদিকে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। এই মহাসড়কে নেই কোন যানজট।বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/