ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছে গাজীপুরে বাস করা কর্মজীবী মানুষেরা। আজ গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। ঈদের ছুটি শেষে পোশাককর্মীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে সকালেই কাজে যোগ দিয়েছেন।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা ছাড়াও অন্যান্য পয়েন্টে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি।
গাজীপুরে ছোট বড় মিলিয়ে ৫ হাজার কারখানা রয়েছে। এরমধ্যে ২১ শ আছে পোশাক কারখানা। এসব পোশাক কারখানায় অন্তত ১০ লাখ শ্রমিক কাজ করেন।মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে ট্রাফিক বিভাগ এবং কারখানাগুলোর নিরাপত্তা বিধান করছে শিল্প পুলিশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/