আগামী সেপ্টেম্বরে কালনা সেতুর উদ্বোধন করা হবে। এই সেতু চালু হলে বেনাপোল বন্দরের সঙ্গে ঢাকার যোগাযোগব্যবস্থা অধিকতর সহজ হরে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী গতকাল শুক্রবার দুপুরে কালনা সেতু পরিদর্শন শেষে বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, কালনা সেতুর কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে এবং আগামী সেপ্টেম্বরে কালনা সেতুর উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে। এ সেতু চালু হলে ঢাকার যোগাযোগব্যবস্থা অধিকতর সহজ হরে। বেনাপোল, যশোর, ঝিকরগাছা, পাাইকগাছাসহ ওইসব এলাকার মানুষ কালনা সেতু ও পদ্মা সেতু হয়ে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারবে।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানসহ পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রকৌশলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/