সূর্যমুখী তেল এবং সূর্যমুখী খাবার রপ্তানির জন্য কোটা বাড়িয়েছে রাশিয়া। পর্যাপ্ত দেশীয় সরবরাহের কারণে রপ্তানি কোটা বাড়ানো হয়েছে বলে রুশ সরকারের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।
চলতি বছরের মার্চের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত সূর্যমুখী বীজ রপ্তানি নিষিদ্ধ করেছিল রাশিয়া। ঘাটতি এড়াতে এবং অভ্যন্তরীণ দামের উপর চাপ কমাতে সূর্যমুখী তেলের উপর রপ্তানি কোটা আরোপ করেছিল দেশটি।
তবে রোববার রুশ সরকার জানিয়েছে, সূর্যমুখী তেলের রপ্তানি কোটা আগের সীমা ১ দশমিক ৫ মিলিয়ন টন থেকে ৪ লাখ টন বাড়ানো হয়েছে।
এছাড়া সূর্যমুখী খাবার রপ্তানির উপর সীমাবদ্ধতা আগের ৭ লাখ টনের সীমা থেকে ১৫ লাখ টন বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/