চট্টগ্রামের পটিয়ায় তেলবাহী ট্রাকের চাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভাইয়ের দিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মামুন (২০) ও ইমন (২১)। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায় নি।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহমান বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী দ্রুতগতির এক তেলবাহী ট্রাক একটি সাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে সাইকেলে থাকা দুই আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারা সাইকেলে করে পটিয়া সদরের দিকে যাচ্ছিল।
তিনি বলেন, ঘটনার পর তেলবাহী ট্রাকের চালককে আটক করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/