তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে, আজ সকালে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিবার পরিকল্পনার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে, “৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এ সময় উক্ত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক জনাব মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসতিয়াক আরিফসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ করা যেতে পারে বাল্যবিবাহ প্রতিরোধ ও পরিবার পরিকল্পনার উপকারিতা সম্পর্কে সচেতন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ ধরনের কর্মসূচি পালিত হয়ে থাকে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/