২০১৫ সাল থেকে ২০২২— ৭ বছরে বিশ্বের বিভিন্ন বনাঞ্চলে বাঘের সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ। আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০১৫ সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিল ৩ লাখ ৭ হাজার ২৬টি। বর্তমানে সেই সংখ্যা ৫ হাজার ৫৭৮ হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইইউসিএন।
তবে এই সংখ্যা এখনও অনেক কম। গত কয়েক দশক ধরেই বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিভিন্ন বন্যপ্রাণীর মধ্যে বাঘ অন্যতম। শতাংশের হিসেবে বেশ খানিকটা বাড়লেও এখনও সেই ঝুঁকি কাটেনি বলে মনে করে আইইউসিএন।
তবে আন্তর্জাতিক এই সংস্থাটি স্বীকার করেছে যে গত কয়েক বছরে বিশ্বে বাঘ সংরক্ষণ বিষয়ক সচেতনতা বেড়েছে। এই সচেতনতা যদি অব্যাহত থাকে তাহলে দ্রুতই একসময় বিলুপ্তির ঝুঁকি থেকে এই প্রাণীটিকে মুক্ত করা যাবে বলে বিবৃতিতে বলেছে আইইউসিএন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/