কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে সশস্ত্র সংগঠন সালভেশন আর্মির (আরসা) দুই গ্রুপের মাঝে কয়েক দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। এতে একজন হেড মাঝিসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক।
এসপি নাইম জানান, ৪নং ক্যাম্পে কথিত আরসার দুইটি গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এসময় বর্তমানে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/