রাজধানীর মতিঝিলের আরামবাগ ক্লাবে এসির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাকিব (১৮) নামে এক টেকনিশিয়ান মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবের সহকর্মী মাসুম বলেন, রাতে আমরা আরামবাগ ক্লাবের দ্বিতীয় তলা ভবনের ছাদে এসি মেরামত করছিলাম।
এসির কম্প্রেসার চেক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সাকিব। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুম জানান, সাকিবের গ্রামের বাড়ি কুমিল্লায়। বর্তমানে তিনি মতিঝিলের আরামবাগ এলাকায় একটি ম্যাচে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/