জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি করিম উদ্দিন ভরসা আর নেই।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা।
পারিবারিকভাবে এখনো দাফন ও জানাজার বিষয়টি ঠিক করা হয়নি। তিনি স্ত্রী, ১৪ সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে জন্ম নেয়া করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য।
তিনি ১৯৯১ সালের নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) এবং ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/