ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ ভূকম্পনটি আঘাত হানে। ৩০ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলসহ আরব আমিরাতের অনেক এলাকা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্স।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানায় ইএমএসসি।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় হওয়া ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ছিল।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটি ইরানসহ বাহরাইন, সৌদি আরব, কাতার, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানেও অনুভূত হয়েছে।
ইরানের কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, একই অঞ্চলে গত এক মাসে অন্তত একশটির বেশি ভূমিকম্প এবং ভূমিকম্পের আফটার শক হয়েছে।
প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইন ইরানকে অতিক্রম করেছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিধ্বংসী ভূকম্পন অনুভূত হয় দেশটিতে।
এর আগে জুলাইয়ের শুরুতে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি ৬.১ মাত্রার আরও একটি ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছিল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/