রাজধানী জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। আর তাই ডেঙ্গু পরিস্থিতিতে নগরবাসীকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার স্থান এবং ডেঙ্গুজ্বর সম্পর্কিত যেকোনো তথ্য বা ডেঙ্গু সম্পর্কিত নগরবাসীর যেকোনো অভিযোগ জানাতে কন্ট্রোলরুম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শনিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিতে নগরবাসীর বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ চালু আছে ডিএনসিসির স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। ডেঙ্গুজ্বর সম্পর্কিত যেকোনো তথ্য বা ডেঙ্গু সম্পর্কিত নগরবাসী যেকোনো অভিযোগ, পরামর্শ জানাতে পারবেন ডিএনসিসির কন্ট্রোলরুমে।
ডিএনসিসি কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো হলো- ০১৭৬৯১০০৬৮০, ০১৭১৬৫০৬২৫৮, ০১৭১৫২৩৮৭৫৪, ০১৭১৫৪৫৬৬৯৮, ০১৭৫৬২০৯৪৮২, ০১৭১৬৩৯৮৮৮৬, ০১৭৩৫৮৪৩৬৯৩।
এদিকে ডিএনসিসি সূত্রে জানা গেছে, নগরবাসীর সুবিধার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু রোগের বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রেখেছে সংস্থাটি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/