মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিরা বলেছেন, সরকার শিশুর সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে দেশের নয় লাখ ২০ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণের আওতায় আনছে।
আজ সোমবার শিশু একাডেমি প্রাঙ্গণে সরকারিভাবে প্রথমবারের মতে পোর্টেবল সুইমিং পুল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিশুদের প্রশিক্ষণ দেওয়া, সচেতনতা বৃদ্ধি, সম্মিলিত উদ্যোগ ও সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশে বছরে প্রায় চৌদ্দ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়, যা শিশুর সুরক্ষার ক্ষেত্রে বড় বাঁধা। এই মন্ত্রণালয় শিশুর সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ প্রদান করে শিশু মৃত্যুর হার হ্রাস করবে। -বাসস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/