ফরিদপুরের মধুখালী উপজেলায় গড়াই নদীতে মায়ের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তানিশা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তানিশা উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের পশ্চিমপাড়ার মো. সোহেল বিশ্বাসের মেয়ে।
সোমবার দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার গড়াই নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিশা মায়ের সাথে গড়াই নদীতে গোছল করতে যায়। হঠাৎ পা পিছলে নদীর গর্তে পড়ে স্রোতে নিখোঁজ হয়ে যায় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তানিশার মরদেহ উদ্ধার করে।
মধুখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করা হয়। নদীতে প্রচুর স্রোত থাকায় শিশুটি পানিতে ডুবে গিয়ে দূরে জালে বাধলে স্থানীয়দের সহায়তায় বিকেলের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/