কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলস্টেশনের কাছে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে।
শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জের রেলওয়ের স্টেশন মাস্টার ইউসুফ জানান, আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ঢাকায় যাওয়ার সময় কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে।
যদি মেরামত সম্ভব না হয় তাহলে আশুগঞ্জ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/