মধ্য আমেরিকার উত্তরপশ্চিমাঞ্চলী নিকারাগুয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ১৩ জনই ভেনেজুয়েলার বাসিন্দা ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর ফ্রান্স টুয়েন্টিফোরের।
বেপরোয়া গতিতে গাড়িটি উল্টে গেছে বলে জানা যায়। চলছে উদ্ধার তৎপরতা।
বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় রাতে মধ্য আমেরিকার উত্তরপশ্চিমাঞ্চলীয় দেশ নিকারাগুয়াতে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়।
খাদে পড়ে যাওয়ার আগে বাসটি আরও দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। মরদেহগুলো উদ্ধার করা হয় মর্গে পাঠানো হয়।
নিহতদের মধ্য অধিকাংশই ভেনেজুয়েলার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দুই ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। বেশ কয়েক মাস আগে মেক্সিকোর ভিসাসংক্রান্ত বিধি নিষেধের কারণে ভেনেজুয়েলায় অভিবাসনপ্রত্যাশীরা মধ্য আমেরিকা এই সড়কটি ব্যবহার করে চলাচল করত বেশি।
এমটিই জানায় সংশ্লিষ্টরা। নজরদারি এড়াতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/