বলিউড অভিনেতা রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমার সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরের দিকে ঘটে এ ঘটনা। এতে কেউ হাতহত হননি। তবে বিশাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে কেউ যেন প্রবেশ করতে না পারে তা খেয়াল রাখা হচ্ছে।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্ধেরির ডিএন নগর এলাকায় একটি দোকানে আগুন লাগে প্রথমে। তারপর ওই দোকান থেকে একাধিক দোকান, আবাসন ও চিত্রাকূট স্টুডিওতে আগুন ছড়িয়ে পড়ে।
এছাড়াও জানা গেছে, তিনটি ফায়ার টেন্ডার এবং দুটি পানির ট্যাঙ্কের সাহায্যে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। আর শুটিংয়ের সময় ঘটনাস্থলে রণবীর কাপুর বা শ্রদ্ধা কাপুর, তাদের কেউই ছিলেন না।
প্রসঙ্গত, লাভ রঞ্জন পরিচালিত নির্মিতব্য সিনেমাটির মাধ্যমে প্রথমবার পর্দায় রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের রোমান্স দেখতে পাবেন দর্শকরা। স্পেনসহ বেশ কয়েকটি লোকেশনে শুটিং হয়েছে সিনেমাটির। তবে মুম্বাইয়ের সেটেই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটলো।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/