দিনাজপুর সদরের মুরাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোখলেছার রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গোয়াল ঘরে গরু উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। নিহত মুখলেসুর রহমান দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মিরাপাড়ার আব্দুস সামাদের ছেলে।
আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিদ্যুৎস্পৃষ্টে কৃষক মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, মুখলেসার রহমান প্রতিদিনের মত সন্ধ্যায় গোয়াল ঘরে গরু উঠানোর সময় বিদ্যুতের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়।
পরবর্তীতে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে এবং পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করার হবে বলে জানান ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/