মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের মধ্যভোগড়া যুবসমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাটি শুক্রবার বিকেলে ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। এদিনের খেলায় বন্ধুমহল ক্রীড়া চক্র এবং হাসান একাদশ অংশগ্রহণ করে।
এরআগে সেমিফাইনাল খেলাটি উদ্বোধন করেন ভাওয়াল মির্জাপুর কলেজ’র সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে মধ্যভোগড়া যুবসমাজের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সদস্য ইদ্রিস আলী, মোঃ শাহীন, মোঃ আবির হোসেন মানিক প্রমূখ উপস্থিত ছিলেন।
সেমিফাইনাল খেলায় বন্ধুমহল ক্রীড়া চক্র, হাসান একাদশকে ২-১ গোলে পরাজিত করে।
খেলাটি পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম, আপেল মাহমুদ ও মঞ্জুরুল ইসলাম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/