বার্মিংহামে চলমান ২২তম কমনওয়েলথ গেমরে ভারোত্তোলনে পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে পঞ্চম হয়েছেন বাংলাদেশের আশিকুর রহমান তাজ।
এনইসি হল ওয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতা প্রথম রাউন্ডে স্ন্যাচে ৯৩ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজিসহ মোট ২১১ কেজি ওজন তুলে পঞ্চম হন তাজ।
এ ইভেন্টে মালয়েশিয়াির মোহাম্মদ আনিক বিন কাসদান ২৪৯ কিলোগ্রাম ওজন তুলে গেমসের নতুন রেকর্ড গড়ে স্বর্ণ পদক জয় করেছেন।
ভারতের সঙ্কেত মহাদেব স্বর্ন জয়ী সারগার কাসদান থেকে মাত্র এক কেজি কম ওজন তুলে রৌপ্য পদক জিতেছেন। শ্রীলঙ্কার দিলঙ্কা ইসুরু কুমারা ইয়োদেজ ২২৫ কেজি তুলে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/