মাছুদ পারভেজ,গাজীপুর: শিক্ষা-সংস্কৃতিক-মনুষ্যত্ব রক্ষায় এবং অব্যাহত শিক্ষক নির্যাতন-নিপীড়ন-হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গাজীপুরে ’প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ’র ব্যানারে সাংস্কৃতিক কর্মীরা সমাবেশ ও বিক্ষোভ করেছে।
রোববার সকালে গাজীপুর প্রেসক্লাবের সামনে উদীচী শিল্পী, খেলা ঘর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, শ্রুতি আবৃত্তি অঙ্গন ও লৌকিক ব্যান্ডসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠণের কর্মীরা সমাবেশে অংশ গ্রহণ করেন।
পরে কর্মীরা সেখানে গান গেয়ে ও কবিতা আবৃতি করে ওই প্রতিবাদ সমাবেশে সংগঠণগুলোর নেতৃবৃন্দ বক্তব্য দেন।
তাদের মধ্যে সিপিবি গাজীপুর সভাপতি কমরেড জয়নাল আবেদীন খান, সাধারণ সম্পাদক কমরেড কাজী রুহুল আমিন, উদীচী জয়দেবপুর শাখার সভাপতি প্রনয় কুমার মন্ডল, টঙ্গী শাখার সভাপতি মাধব আচার্য প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে দুপুরে সাংস্কৃতিক কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/