ইরাকের পার্লামেন্ট দখলে নিয়েছে দেশটির শিয়া নেতা মোক্তাদা আল সদরের সমর্থকেরা। ইরাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল-সুদানিকে মনোনয়ন দেওয়ার পর থেকেই কঠোর বিরোধিতা করে আসছিল তারা।
শনিবার ইরাকের পার্লেম্নট ভবন দখলে নিয়ে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন প্রধানমন্ত্রীকে মনোনয়ন দেওয়া নিয়ে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এর আগে গত বুধবারও সংসদ ভবনে বিক্ষোভ প্রদর্শন করে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিক্ষোভে আহত হয়েছে কমপক্ষে ১২৫ জন। এর মধ্যে ১০০ জন বিক্ষোভকারী ও ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। জবাবে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ।
রাজনৈতিক অচলাবস্থার কারণে ইরাকে এখন পর্যন্ত নির্বাচিত সরকার গঠিত হয়নি। গত বছরের অক্টোবরে একবার নির্বাচন হয়। কিন্তু রাজনৈতিক দলগুলো কোনো নেতার বিষয়ে একমত না হওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া একটি জায়গায় আটকে আছে। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা।
সূত্র: আল জাজিরা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/