মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি পলিথিন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় ওই কারখানা দুটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ আগষ্ট) দুপুরে টঙ্গীর এম এন প্যাকেজিং ও এস এন ট্রেড নামের কারখানায় ওই অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, এম এন প্যাকেজিং ও এম এন ট্রেড কারখানায় দুটি অবৈধ ভাবে পলিথিন তৈরী করে আসছিল। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৮৭৩ কেজি পলিথিন শপিং ব্যাগ ও ১৫২৫ কেজি কাঁচামাল জব্দ করে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। এ সময় তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/