যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও চারটি হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেম (হিমার্স) পেয়েছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ওলেক্সি রেজনিকভ সোমবার বিষয়টি নিশ্চিত করেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে দাবি করেছেন।
উন্নত প্রযুক্তির এই রকেট ব্যবস্থাকে যুদ্ধেক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করছে বলে এর আগে দাবি করেছিল ইউক্রেন। দূর পাল্লার এ রকেট লঞ্চার দিয়ে তারা খেরসনে অবস্থানরত রাশিয়ার সেনা ও তাদের সামরিক স্থাপনাদের ওপর হামলা চালানোর দাবিও করেছে ইউক্রেন।
এ ব্যাপারে টুইটারে ওলেক্সি রেজনিকভ জানান, এই অস্ত্র পেয়ে যুক্তরাষ্ট্রের কাছে তারা কৃতজ্ঞ।
রাশিয়ার রকেট ব্যবস্থার মোকাবিলায় মার্কিন হিমার্স ব্যবস্থা প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। কিয়েভ মনে করে, এই ব্যবস্থা দিয়ে দোনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব।
এর আগেও ইউক্রেনকে এই রকেট ব্যবস্থা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও বেশ কয়েকটি হিমার্স রকেট ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/