‘সীতা রম’ সিনেমার গানের প্রচারে এসেছিলেন রাশমিকা মান্দানা। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে সালমান খান ও মৃণাল ঠাকুরকে। হঠাৎ মঞ্চে বিজয়। তার উপস্থিতির ঘোর না কাটতেই রাশমিকার উদ্দেশে বিজয়ের নতুন বার্তা।
‘রাশমিকা আমার চোখে সবসময়ই তুমি সুন্দর, জানি না কেন আমার মুখে তোমার নাম শুনলেই সবাই ফিসফাস শুরু করে দেয়।’ সবার সামনে বিজয়ের অকপট উক্তিতে লজ্জায় লাল রাশমিকা।
এর আগে ‘কফি উইথ কর্ণ-৭’-এ অতিথি হিসাবে এসে বিজয় রাশমিকা প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তিনি বলেছিলেন, ‘রাশমিকা আমার খুব প্রিয়। খুব পছন্দ করি ওকে। আমরা একসঙ্গে দুটি সিনেমায় কাজ করেছি, খুব ভালো সম্পর্ক আমাদের মধ্যে।
কাজ করার সময় আমরা সিনেমার কাহিনি নিয়ে আলোচনা করতাম। এভাবেই আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/